সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

লিভারপুল কী ছাড়ছেন সালাহ?

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি মোহামেদ সালাহ। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে মনোমালিন্য এবং টানা তিন ম্যাচে প্রথম একাদশের বাইরে থাকার পর ব্রাইটনের বিপক্ষে ম্যাচে দলে ফিরলেও, এই মিশরীয় তারকার অ্যানফিল্ড ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। ব্রাইটন ম্যাচের পর সালাহর আবেগতাড়িত আচরণে গুঞ্জন উঠেছে—লিভারপুলের সঙ্গে তাঁর সম্পর্কের হয়তো ইতি ঘটতে চলেছে।

 

 

চলতি মৌসুমে সালাহর বাজে ফর্মের (২০ ম্যাচে ৫ গোল) কারণে কোচ স্লট তাঁকে একাদশের বাইরে রাখেন। এতে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্ষুব্ধ হয়ে অভিযোগ তোলেন যে, লিভারপুলে তাঁকে 'বলির পাঁঠা' বানানো হচ্ছে এবং কেউ কেউ চান না তিনি ক্লাবে থাকুন। এই বিতর্ক তুঙ্গে উঠলে বুদ্ধিমান কোচ স্লট দ্রুত সালাহর সঙ্গে আলোচনা করে তাঁকে স্কোয়াডে ফিরিয়ে আনেন। ব্রাইটন ম্যাচে বদলি হিসেবে নেমে সালাহ একটি গোলে অবদানও রাখেন।

 

 

২-০ গোলে ব্রাইটনকে হারানোর পর ম্যাচের শেষ মুহূর্তগুলোই এখন জল্পনার কেন্দ্রবিন্দু।

  • জয়ের পর সালাহ অ্যানফিল্ডের চারটি গ্যালারির দিকে ঘুরে দর্শক অভিবাদনের জবাব দেন—যা অনেকটা 'ল্যাপ অব অনার'-এর মতো মনে হয়েছে।

  • লিভারপুল সমর্থকেরা তখন তাঁকে নিয়ে প্রিয় গান গাইছিলেন।

  • মাঠের সর্বশেষ খেলোয়াড় হিসেবে টানেলে ঢোকার আগে সালাহ একবার প্রধান স্ট্যান্ডে বসা নিজের পরিবারের দিকে ঘুরে হাত নাড়েন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দাবি, সালাহর এই আবেগতাড়িত অঙ্গভঙ্গি এবং 'ল্যাপ অব অনার'-এর অংশ হওয়াটা লিভারপুলকে বিদায় বলার ইঙ্গিতও হতে পারে। ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটনও স্বীকার করেছেন, কিছু মুহূর্তে মনে হয়েছে এটিই হয়তো লিভারপুলে তাঁর শেষ ম্যাচ।

 

 

সালাহ এখন মরক্কোয় শুরু হতে যাওয়া আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) খেলতে মিশর জাতীয় দলে যোগ দেবেন। কোচ আর্নে স্লট আশা করছেন, আফকন শেষে সালাহ অ্যানফিল্ডে ফিরবেন। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট বলেছেন, "হ্যাঁ (তাকে ফিরে পেতে চাই), সে লিভারপুলের খেলোয়াড়।"

তবে সমস্যা হলো, সালাহর দিক থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা বা ক্ষমা আসেনি। কোচ স্লট বারবার চেষ্টা করলেও সালাহ আপাতত সংবাদমাধ্যম এড়িয়ে চলেছেন।

 

 

দ্য টাইমস জানিয়েছে, সালাহ যখন জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন, তখন তাঁর প্রতিনিধি রামি আব্বাস লিভারপুলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন। দুই পক্ষের এই আলোচনায় সালাহর লিভারপুল ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে।

সালাহ কি তাঁর ইংল্যান্ডে থিতু হওয়া পরিবারের কথা ভেবে ক্লাবে থেকে যাবেন? নাকি সৌদি আরবের মতো কোনো ক্লাবের বিশাল অর্থের হাতছানিতে সাড়া দেবেন? আপাতত ফুটবল ভক্তদের সেই ভাগ্য নির্ধারণী আলোচনার ফলের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

এই বিভাগের আরো খবর