সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

মেডিকেল-ডেন্টাল ভর্তি ফলাফল প্রকাশ, পাশের হার ৬৬.৫৭%

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

সারা দেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে।

 

উক্ত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসনের সংখ্যা ৫৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭৩৬১টি; যার মধ্যে এমবিবিএস ৬০০১ এবং বিডিএস ১৩৬০। এমবিবিএস কোর্সে মোট ১১,১০১টি এবং বিডিএস কোর্সে ১৯০৫টি আসনের বিপরীতে আবেদনকারী মোট ১ লাখ ২২,৬৩২ জন। এদের মধ্যে ৪৯,০২৮ জন ছেলে এবং ৭৩,৬০৪ জন মেয়ে।

 

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৬৪৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।

 

এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০,৪৪০ জন অংশ নিয়েছেন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থী ২,১৯২ জন (১.৭৯%), এবং বহিষ্কৃত পরীক্ষার্থী ২ জন। মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ৮১,৬৪২ জন (৬৬.৫৭%), যার মধ্যে পুরুষ ৩১,১২৮ জন (৩৮.১৩%) এবং নারী ৫০,৫১৪ জন (৬১.৮৭%)।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫,৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩,৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ ২,০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯১.২৫।

 

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ/ইউনিটে শিক্ষার্থী নির্বাচন পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী করা হবে।

 

ফল দেখার প্রক্রিয়া:
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ভিজিট করে ‘MBBS Result 2025-2026’ লিঙ্কে ক্লিক করে রোল নম্বর প্রদান করে ‘Result’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। প্রার্থীরা ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন। মেধাতালিকা পিডিএফ আকারেও প্রকাশিত হয়েছে।
 

এই বিভাগের আরো খবর