রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ডালোত রিয়ালে? বার্নাব্যুতে ইউনাইটেডের পর্তুগিজ ছোঁয়া

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

ওল্ড ট্র্যাফোর্ডের আকাশ-বাতাসে এখন নতুন গুঞ্জন। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ রক্ষণসেনা ডিয়োগো ডালোতকে ঘিরে শুরু হয়েছে দলবদলের এক নতুন নাটক। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগকে শক্তিশালী করতে এই ২৬ বছর বয়সী তারকার দিকে নজর দিয়েছে—এমন খবর প্রকাশ করেছে ইউরোপীয় সংবাদমাধ্যম টিমটক।

 

 

রিয়াল মাদ্রিদ হুট করে নয়, বরং ২০২৬ সালকে লক্ষ্য করে ডালোতকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। মাদ্রিদের আগ্রহের মূল কারণ ডালোতের ‘ভার্সেটালিটি’ বা বহুমুখী প্রতিভা।তিনি ডান ও বাম—উভয় প্রান্তেই ফুল-ব্যাক হিসেবে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রয়োজনে উইং-ব্যাক হিসেবেও আক্রমণে ধার বাড়াতে পারেন, যা আধুনিক ফুটবলে রিয়ালের কৌশলের সঙ্গে দারুণ মানানসই।

 

 

এই আগ্রহের খবর ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের কানেও পৌঁছেছে। ক্লাবের ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্স এখন এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে: ডালোতকে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে রেখে দেবেন? (তার বর্তমান চুক্তি ২০২৮ পর্যন্ত, সঙ্গে ১ বছরের অপশন আছে)। ২. বিক্রি: নাকি ২০২৬ সালে যখন বাজারে তার চাহিদা ও মূল্য সর্বোচ্চ থাকবে, তখনই তাকে বিক্রি করে দেবেন?

 

জানা গেছে, ডালোতের প্রতিনিধিরা ২০২৬ সালেই নতুন এবং উন্নত বেতনের চুক্তির বিষয়ে আলোচনা করতে চান। তাই ইউনাইটেডকে দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

 

 

ইউনাইটেডের ডাগআউটে নতুন কোচ রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর দলের ট্যাকটিক্যাল কাঠামো বদলাচ্ছে। আমোরিমের এই নতুন সিস্টেমে ডালোত কতটা অপরিহার্য হবেন, তা নিয়েও প্রশ্ন আছে। বিশ্লেষকদের মতে, ভালো দামে ডালোতকে বিক্রি করতে পারলে সেই অর্থ দিয়ে কোচ তার পছন্দের নতুন খেলোয়াড় কিনতে পারবেন।

 

এদিকে শুধু রিয়াল মাদ্রিদই নয়, ডালোতের ওপর নজর রাখছে বায়ার্ন মিউনিখ এবং মাদ্রিদের আরেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ।

দলবদলের বাজারে ডালোত শেষ পর্যন্ত মাদ্রিদের সাদা জার্সিতে নাম লেখাবেন, নাকি ওল্ড ট্র্যাফোর্ডেই নিজের দুর্গ সামলাবেন—তা জানতে হয়তো ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই বিভাগের আরো খবর