রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

লাকসাম জনকল্যাণ সমিতি চট্টগ্রাম: নব-নির্বাচিত কমিটির অভিষেক

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫  

৪৭ বছর ধরে কার্যক্রম পরিচালনা করা সমাজ সেবামূলক সংগঠন! বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম'র নব-নির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, মেধা বৃত্তি প্রদান ও মিলন মেলা ২০২৫ ৬ই ডিসেম্বর শনিবার চট্টগ্রাম বন্দরের রিপাবলিক ক্লাবে সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এস,এ, ফিরোজের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি স্বদেশ গ্রুপের চেয়ারম্যান, মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার বৃহত্তর লাকসাম এর কৃতি সন্তান, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর। সাবেক সচিব ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ্ (এফসিএমএ) কে গুণীজন হিসেবে বৃহত্তর লাকসাম জনকল্যাণ সমিতি, চট্টগ্রাম'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। নব-নির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা, বৃহত্তর লাকসামের কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান, মিলনমেলা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং মনমুগ্ধকর এক সাংস্কৃতিক
অনুষ্ঠানের।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
সমিতির প্রধান উপদেষ্টা, প্রকৌশলী মোঃ মতিউর রহমান। উপদেষ্টা ডাঃ সুভাষ চন্দ্র সূত্রধর। বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম'র সাধারণ সম্পাদক 
মোঃ শাহ আলম। কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কার্যকরী কমিটি সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, মোঃ আবুল হাশেম সওদাগর, মোঃ এনায়েত উল্লাহ (আইটিপি), মোঃ মাহবুবুল আলম (খোকন), মোঃ আবদুর রশিদ (ভিপি), 
সাধারণ সম্পাদক এস,এ, ফিরোজ 
যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন মিলন, মোঃ এনায়েত উল্লাহ (বাদল),
অর্থ সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান (সাগর)
যুগ্ম অর্থ সম্পাদক মোঃ মানসুর হেলাল
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন, মোঃ শাহজাহান সাজু, মোঃ সরফুউদ্দিন মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে,জি, কুদ্দুস, 
সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবদুল মালেক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক, মহিলা সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম, 
দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন ফজলু।
কমিটির সদস্য মোঃ মনির উদ্দিন, মোঃ আরিফুর রহমান, মোঃ আব্দুল মোতালেব, সৈয়দ মোঃ মোস্তাফিজুর রহমান ছোটন, মোঃ নুরুন্নবী আরাফাত, মোঃ শাহাদাত হোসেন মানিক, মোঃ মহিন উদ্দিন পাটোয়ারী, এইচ এম এরশাদ ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম, সমিতির উপদেষ্টা পিবিআই এর অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক- প্রকাশক রফিকুল ইসলাম শান্তসহ আরো অনেকেই।

এই বিভাগের আরো খবর