রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

১০ বিলিয়ন ইউরোর ‘অবিশ্বাস্য’ প্রস্তাব!

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

ফুটবল বিশ্বে টাকার ঝনঝনানি নতুন কিছু নয়, তবে এবার যে অংকের কথা শোনা যাচ্ছে, তা রীতিমতো চক্ষু চড়কগাছ করার মতো। স্প্যানিশ মিডিয়ায় জোর গুঞ্জন—স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা কিনতে বা এতে বড়সড় বিনিয়োগ করতে প্রস্তুত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর প্রস্তাবিত অর্থের পরিমাণ শুনলে যে কেউ চমকে যাবেন—১০ বিলিয়ন ইউরো!

 

 

জনপ্রিয় স্প্যানিশ ক্রীড়া অনুষ্ঠান ‘এল চিনিঙ্গুইতো’-এর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি, সৌদি যুবরাজ বার্সেলোনার একটি বড় অংশের মালিকানা পেতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান। বর্তমানে বার্সেলোনা প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর বেশি ঋণের বোঝায় জর্জরিত। এই বিশাল আর্থিক সংকট কাটাতে ক্লাবটির জরুরিভিত্তিতে অর্থের প্রয়োজন। অন্যদিকে, সৌদি আরব তাদের ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (PIF)-এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া। নিউক্যাসেল ইউনাইটেডের পর এবার তাদের নজর বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সেলোনার দিকে।

 

 

টাকার অঙ্ক যত বিশালই হোক, বার্সেলোনা কেনা মোটেও সহজ কাজ নয়। কারণ, বার্সেলোনা কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এটি ‘সোসিও’ (Socio) বা সদস্য-মালিকানাধীন ক্লাব। ক্লাবের হাজার হাজার সদস্যই এর প্রকৃত মালিক। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া প্রায় অসম্ভব। সদস্যরা কখনোই ক্লাবের ঐতিহ্য ও মালিকানা বাইরের কারো হাতে ছাড়তে রাজি হবেন না।

 

 

বিশ্লেষকদের মতে, পুরো ক্লাব বিক্রি সম্ভব না হলেও ‘কমার্শিয়াল পার্টনারশিপ’ হতে পারে সমাধানের পথ। সৌদি আরব হয়তো ক্লাবের ফুটবল অপারেশন বা মূল দল নিয়ন্ত্রণ করবে না, কিন্তু ক্লাবের ‘এন্টারটেইনমেন্ট’ বা বাণিজ্যিক শাখাগুলোতে বিনিয়োগ করতে পারে। শোনা যাচ্ছে, বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ফুটবল বিভাগ আলাদা রেখে বাণিজ্যিক অংশে বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার কথা ভাবছে।

 

আপাতত ১০ বিলিয়ন ইউরোর এই খবরটিকে অনেকে ‘গুঞ্জন’ হিসেবেই দেখছেন। তবে যদি এই প্রস্তাব সত্যিই টেবিলে আসে এবং বার্সেলোনার সদস্যরা আর্থিক সংকট কাটাতে নমনীয় হন, তবে ইউরোপীয় ফুটবলের মানচিত্র ও মালিকানা কাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।

এই বিভাগের আরো খবর