শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার আহ্বান জানালেন তারেক রহমান

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র ওপর হামলার ঘটনার পেছনে থাকা অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখা উচিত।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তারেক রহমান বলেন, “গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি'র ওপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই হামলার পেছনে কারো কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা, ভেবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র থেমে নেই দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনও মূল্য নির্বাচন হতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ করেন, “আসুন, ঐক্যবদ্ধ হই আমরা। যে পরিকল্পনা করেছি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বোঝাতে পারলে অবশ্যই সাফল্য আসবে।”

 

উল্লেখ্য, বিএনপির আয়োজিত সাত দিনের এই কর্মসূচিতে সারাদেশের দলের বিভিন্ন ইউনিটের সদস্যরা পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন।

আজকের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এর সঞ্চালনায়।

এই বিভাগের আরো খবর