শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৯ ১৪৩২   ২২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে হওয়া হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, তাকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন।”

তিনি আরও জানান, আসামি ধরার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে। “আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি ধরতে পারব।”

 

উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

“ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি অস্ত্র চান, তাহলে তাদেরও লাইসেন্স দেওয়া হবে। যাদের কোনো অস্ত্র আমাদের কাছে জমা আছে, সেগুলো ফেরত দেওয়া হবে।”

 

তিনি এই সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর