রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল

তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিকুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আতিকুজ্জামান বলেন, “দেশ ও জাতির কল্যাণে শিক্ষক সমাজ ও বুদ্ধিজীবীরা যুগে যুগে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয়।”

আলোচক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বুদ্ধিজীবীর সংজ্ঞা তুলে ধরে বলেন, বুদ্ধিজীবীরা সমাজকে আলোকিত করার মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশ গঠনে অবদান ও তাদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মসজিদের সম্মানিত ইমামের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর