রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

হামলাকারীরা ভারতে পলাতক? ডিএমপি বলছে,তথ্য নেই

নাজমুল হুদা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত প্রধান দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পুলিশের কাছে নেই।

তিনি আরও বলেন, "টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় আছে।"

 

এর আগে আজ সকালে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযানে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এবং মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পল্টন থানা পুলিশে হস্তান্তর করে।

 

 

পুলিশ যখন পলাতক হামলাকারীদের অবস্থান নিয়ে 'তথ্য নেই' জানাচ্ছে, ঠিক তখনই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ফেসবুক আইডিতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

সায়ের তাঁর পোস্টে দাবি করেছেন অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তাঁর সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানেই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে।

 

সায়ের আরও উল্লেখ করেন, এটি অত্যন্ত পরিকল্পিত আক্রমণ এবং আরও কয়েকটি 'হিট টিমের' একইরকম ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা রয়েছে।

ডিএমপি এই দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, সাংবাদিক সায়েরের এই তথ্য এখন তদন্ত সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই বিভাগের আরো খবর