সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

হাদির ওপর হামলা: সীমান্তে লোক পারাপারে জড়িত সন্দেহে দুইজন আটক

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় নতুন তথ্য মিলেছে। শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করার পথ পাওয়া যেতে পারে।

 

গত শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ২টা ২৪ মিনিটে পেছন থেকে অনুসরণকারী মোটরসাইকেল থেকে এক ব্যক্তি হাদিকে গুলি করে। এই ঘটনায় ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে।

 

নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের ইমিগ্রেশন ডেটাবেজ চেক করা হচ্ছে এবং এখন পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সালের পাসপোর্ট নম্বর এবং সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী, তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। এরপর আর কোনো বহির্গমনের তথ্য নেই।

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, "জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। এই লক্ষ জুলাই যোদ্ধার ইনডিভিজ্যুয়াল সিকিউরিটি (প্রত্যেককে আলাদা করে নিরাপত্তা) নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক পরিস্থিতি সুরক্ষিত রাখতে আমরা কাজ করছি। যাদের ক্ষেত্রে খুব হাই থ্রেট আছে, তাদেরকে পারসোনাল সিকিউরিটি দেওয়া হবে।"

তিনি নগরবাসীরও দায়িত্বের ওপর জোর দিয়ে বলেন, কেউ যদি আশপাশে কোনো দুষ্কৃতকারী দেখে, পুলিশকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

 

এর আগে গত ১৩ ডিসেম্বর রাতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যাসিস্ট ও সন্ত্রাসী হুমকিকে দমন করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এই বিভাগের আরো খবর