রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

মেসিকে ‘Goat’ বলে তোপের মুখে শুভশ্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

ফুটবল জাদুকর লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যখন উন্মাদনার জোয়ার বইছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করতে গিয়ে ক্যাপশনে একটি শব্দের ব্যবহারে নেটিজেনদের তীব্র রোষানল ও হাসাহাসির শিকার হতে হয়েছে তাঁকে। তবে এই কঠিন সময়ে স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী।

 

 

শুক্রবার রাতে মেসিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী। উচ্ছ্বসিত অভিনেত্রী মেসির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে লেখেন:

 

“বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।”

 

মূলত এখানেই ঘটে বিপত্তি। ফুটবলের পরিভাষায় মেসিকে ‘G.O.A.T’ (Greatest Of All Time—সর্বকালের সেরা) বলা হয়। কিন্তু শুভশ্রী পুরো শব্দটি বড় হাতের অক্ষরে (Capital Letter) বা ডট ব্যবহার না করে সাধারণ ‘Goat’ (ছাগল) লেখায় নেটিজেনরা তাঁকে নিয়ে ট্রল শুরু করেন। নেটিজেনদের কটাক্ষ: কেউ কেউ প্রশ্ন তোলেন অভিনেত্রীর সাধারণ জ্ঞান নিয়ে। এক নেটিজেন ব্যঙ্গ করে লেখেন, "আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে?" অন্য একজন লেখেন, "G.O.A.T এবং goat এক নয়। একটার অর্থ সর্বকালের সেরা, অন্যটা প্রাণী।"

 

সমালোচনার মুখে পড়ে শুভশ্রী দ্রুত তাঁর ক্যাপশন সংশোধন করে ‘G.O.A.T’ করে দেন, কিন্তু ততক্ষণে ট্রলের বন্যা বয়ে গেছে।

 

 

শুভশ্রীকে যখন ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষ করা হচ্ছে, তখন রবিবার দুপুরে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে এর কড়া প্রতিবাদ জানান রাজ চক্রবর্তী।

তিনি লেখেন, “শুভশ্রী অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের একাধিক পরিচয় থাকে—তিনি মা, স্ত্রী, অভিনেত্রী আবার একজন ভক্তও। কিন্তু পরিচিত মুখ বলেই তার শরীর, পরিবার ও সম্পর্ককে টার্গেট করা হচ্ছে।”

 

রাজ অভিযোগ করেন, কিছু মানুষ ও মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুভশ্রীকে হেনস্তা করছে। তিনি প্রশ্ন রাখেন, "তিনি যদি বলিউডের কেউ হতেন, তাহলে কি এমন হতো?"

পোস্টের শেষে স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে রাজ লেখেন, “একজন নারী যার কণ্ঠস্বর স্পষ্ট, তিনিই শক্তিশালী। জীবন যেখানেই নিয়ে যাক, আমি সবসময় তোমার পাশে থাকব।”

 

 

এদিকে, শুভশ্রীর বিতর্কের বাইরেও মেসিবরণ অনুষ্ঠান নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও অব্যবস্থাপনার কারণে বহু দর্শক মেসিকে দেখতে পারেননি বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আয়োজকদের মুণ্ডুপাত করছেন ফুটবলপ্রেমীরা।

এই বিভাগের আরো খবর