সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

সিডনির বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ইহুদি সম্প্রদায়ের হনুকা উৎসব উপলক্ষে আয়োজিত এক সমাবেশকে লক্ষ্য করে ক্যাম্পবেল প্যারেড এলাকায় এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় মোট ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন।

হামলার পর এলাকায় তল্লাশি চালিয়ে একটি সন্দেহজনক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। সম্ভাব্য আরও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ইহুদিবিদ্বেষী ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “এটি মানবতার বিরুদ্ধে একটি নৃশংস অপরাধ। আমরা ঘৃণার রাজনীতিকে কখনোই মেনে নেব না।”

 

হামলার সঙ্গে আরও কোনো সন্দেহভাজনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর বন্ডি বিচ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরো খবর