মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এক বছরের দীর্ঘ বিরতি ভেঙে নতুন উদ্যমে কাজে ফিরছেন। তিনি একটি নয়, বরং জোড়া সিনেমা দিয়ে পর্দায় প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। চলতি মাসেই তিনি ‘সিক্রেট’ এবং ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমা দুটির জন্য ফিট হতে তিনি নিয়মিত জিমে যাওয়া শুরু করেছেন এবং ডিসেম্বরের শেষের দিকেই তাঁর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

অপু বিশ্বাস সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর এক বছরের বিরতি শেষে তিনি দুটি নতুন প্রজেক্টে যুক্ত হলেন। দুটি সিনেমা নিয়েই তিনি অত্যন্ত আশাবাদী।

১. সিক্রেট (Secret)

  • পরিচালক: বন্ধন বিশ্বাস

  • প্রযোজনা: এম.কে প্রোডাকশন

  • নায়ক: এই সিনেমায় অপু বিশ্বাসকে তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে।

 

২. দুর্বার (Durbar)

  • পরিচালক: কামরুল হাসান ফুয়াদ

  • নায়ক: এই সিনেমায় তিনি জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন।

 

সিনেমার শুটিং শুরু প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, "আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিং শুরু হবে।" দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, "অপু বিশ্বাসের কাজ অনেক দেখেছেন... তবে এবার সিনেমার পর্দায় ভিন্ন অপু বিশ্বাসকে খুঁজে পাবে দর্শক।" তিনি বিশ্বাস করেন, সিনেমাগুলো মুক্তি পাওয়ার পর রিভিউ দেখলেই তাঁর কথার সত্যতা পাওয়া যাবে।

 

 

অপু বিশ্বাস বর্তমানে তাঁর নতুন চরিত্রগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছেন এবং নিয়মিত জিমে যাচ্ছেন। ডিসেম্বরের শেষ দিক থেকে তাঁর নতুন দুটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

ঢালিউড কুইন হিসেবে পরিচিত অপু বিশ্বাসের এই প্রত্যাবর্তনের খবর তাঁর ভক্ত এবং ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ইতিবাচক সংবাদ। একসঙ্গে দুটি ভিন্নধর্মী সিনেমায় তাঁর যুক্ত হওয়া দর্শকদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে এবং ঢালিউডের বক্স অফিসে নতুন মাত্রা যোগ করতে পারে। তাঁর 'ভিন্ন রূপে' পর্দায় আসার ঘোষণাও আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরো খবর