সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলা: পল্টন থানায় দায়ের

নাজমুল হুদা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

 

আজ সোমবার সকালে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান সংবাদমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন এবং পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া মামলাটির তদন্তের ভার পেয়েছেন।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় ওসমান হাদিকে। তদন্তে দ্রুতই দুইজন হামলাকারীকে শনাক্ত করা হয়:

 

  1. ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার)

  2. আলমগীর হোসেন

 

তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করেছে র‍্যাব। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফয়সলের সঙ্গে তাদের যোগাযোগের সূত্র ধরে এই আটক করা হয়েছে বলে র‍্যাবের সদর দপ্তর নিশ্চিত করেছে। আটককৃতদের আজই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তবে তাঁর উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

 

রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে এই নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। মামলা দায়ের এবং সন্দেহভাজনদের সহযোগীদের আটকের ঘটনায় মানুষ আশা করছে, দ্রুত এই হামলার নেপথ্যের পরিকল্পনাকারীরাও আইনের আওতায় আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

এই বিভাগের আরো খবর