বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৭ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫  

২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে থাকা সচিবালয়ের নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা আজও তাদের অবস্থান থেকে সরে আসেননি। বুধবার অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে আশ্বাস নিলেও সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা আবারও রাস্তায় নেমেছেন।

 

বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সামনেই কর্মচারীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, আজকের মধ্যেই সরকারিভাবে আদেশ জারি করতে হবে। অন্যথায় আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

 

গতকাল একই দাবিতে বিক্ষোভকারীরা প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন। পরে রাত আটটার দিকে কড়া নিরাপত্তায় তিনি ভবন ত্যাগ করেন। তার আগে আন্দোলনকারীদের জানানো হয়েছিল, আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু বিক্ষোভকারীরা সেই আশ্বাসে সম্মত হননি।

 

রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত একটি ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। টানটান উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নিরাপদে বের হয়ে আসেন।
 

এই বিভাগের আরো খবর