সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

এবার কি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ দেখা যাবে রোনালদোকে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি অ্যাকশন সিনেমার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—সুপারস্টার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো কি এবার হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর অংশ হতে চলেছেন?

এই জল্পনার সূত্রপাত করেছেন ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ অভিনেতা ভিন ডিজেল, যিনি সিনেমায় ডোমিনিক টোরেটো চরিত্রে অভিনয় করেন। তিনি সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পেজে রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করার পরই শুরু হয় তোলপাড়।

 

 

ভিন ডিজেলের পোস্ট করা ছবিটি প্রথমদিকেই ভক্তদের কৌতূহল বাড়ায়। শুরুতে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া সিক্যুয়েল 'লস বানডোলেরস'-এর জন্য রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হলেও শেষ পর্যন্ত তিনি অভিনয় করেননি।

কিন্তু বিষয়টি নাটকীয় মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন, অভিনেতা ক্যাপশনটি সামান্য বদলে ফেলেছেন। নতুন ক্যাপশনে ভিন ডিজেল লিখেছেন:

 

“সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম…”

 

অভিনেতার এই রহস্যময় পরিবর্তনই ভক্তদের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নেটিজেনরা ধারণা করছেন, এবার কি সত্যিই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো?

 

'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১'-ই হতে চলেছে এই দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। শেষ পর্বে ভিন ডিজেল (ডোমিনিক টোরেটো) ছাড়াও ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) এবং জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-এর মতো তারকারা ফিরছেন। এমনকি প্রয়াত অভিনেতা পল ওয়াকারকেও (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। এই অবস্থায় রোনালদোর আগমন শেষ সিনেমাটির জন্য একটি বড় চমক হতে পারে।

 

যদিও রোনালদোর অভিনয়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ভক্তরা ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন কমেন্ট সেকশন। আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা চলছে, এই সিনেমা ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।

এই বিভাগের আরো খবর