শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৫

হাতিরঝিল থেকে ৩১ উত্ত্যক্তকারী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩১ জন উত্ত্যক্তকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এসময় সোহেল রানা জানান, সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ পর্যন্ত মোট ১০২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। আটকদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের শর্তসাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

গত ২৬ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষকে কিছু কিশোর নানাভাবে উত্ত্যক্ত করছে।

পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানা পুলিশকে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়। এরপর গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। বিনোদনপ্রত্যাশী মানুষের আনন্দ উদযাপনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ও যেকোনো প্রকার হয়রানি থেকে মুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।

এই বিভাগের আরো খবর