সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

ছবি:সংগৃহিত

ছবি:সংগৃহিত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি যেন আলোচনা ও বিতর্কের বৃত্ত থেকে বের হতে পারছেন না। প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবন কিংবা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। এবারও এর ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পরীমণি। কিন্তু সেখানে তাঁর উপস্থিতি আলোচনার কেন্দ্রে চলে আসে পোশাকের কারণে।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছেন। পোশাকটি ছিল বেশ খোলামেলা।

নায়িকার এমন সাহসী পোশাক জনসমক্ষে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। অনেকেই সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে পরীমণির পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। বিশেষ করে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা।

 

 

ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা চললেও, পরীমণি তাঁর অভিনয় জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। জানা গেছে, নতুন বছরে তিনি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন। এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

 

তবে নতুন সিনেমার খবর ছাপিয়ে আপাতত তাঁর খোলামেলা পোশাক এবং তা নিয়ে নেটিজেনদের সমালোচনাতেই ব্যস্ত বিনোদন অঙ্গন।

এই বিভাগের আরো খবর