শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭০৬

মাই স্টাইল বিডি লিঃ এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

রাজধানীর বাড্ডায় অবস্থিত মাই স্টাইল বিডি লিঃ এর বিরুদ্ধে প্রতারনা ও টাকা আত্মসাতের অভিযোগ ডিএমপির বাড্ডা থানায় একটি মামলায় অভিযুক্ত ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার প্রতারক চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী একজন বাদী হয়ে বাড্ডা থানায় ৪০৬/৪২০/১০৯ ধারায় একটি মামলা করেন। মামলার আসামীরা হলেন, নরসিংদী জেলার বেলাবো থানার পাটুলি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাপস আরেফিন (৩৩), একই গ্রামের মৃত ওমর আলীর পুত্র মোঃ বাচ্চু মিয়া (৩৯),  পিরোজপুর জেলার নাজিরপুর থানার কাদোলিয়া গ্রামের পিতা- মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৪), মুন্সিগঞ্জ সদরের জয়নুল আবেদীন সিকদারের ছেলে মোঃ মিজানুর রহমান (২৭) ও পালাতক মাই স্টাইল বিডি লিঃ এর মালিক মেহেদী হাসান মিঠু (৪২)।

মামলা সূত্রে জানাযায়, বাদী মেছমাউল আলম মোহনকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে মামলার ১ নং আসামী তাপস আরেফিন বিগত কিছুদিন যাবত বাড্ডায় অবস্থিত মাই স্টাইল বিডি লিমিটেডে বিনিয়োগ করে দ্বিগুণ মুনাফা পাওয়ার বিষয়ে প্রলুব্ধ করে। পরবর্তীতে গত ৩ নভেম্বর মেছমাউল আলম মোহন মাই স্টাইল বিডি লিমিটেডে যায়। আলোচনার এক পর্যায়ে তাপস আরেফিন একদিনের মধ্যে দ্বিগুণ লাভের কথা বলে মোহনকে টাকা বিনিয়োগ করতে বলে। এ পরিপ্রেক্ষিতে মোহন সরল বিশ্বাসে ২ লক্ষ ৩০ হাজার টাকা ঐ অফিসের তাপস আরেফিনকে প্রদান করে। পরদিন ৪ নভেম্বর বিকেলে তাপস আরেফিন ও মামলার ২ নং আসামী মোঃ বাচ্চু মিয়া লিংক রোডস্থ একটি ফাস্টফুডের দোকানে মোহনকে নিয়ে যায় এবং সেখান আইডি খোলার নাম করে আরো নগদ ৩০ হাজার টাকা চায়। মোহন চাহিদা মোতাবেক ৩০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে মোহন কথা অনুযায়ী তাদের কাছ থেকে মুনাফা চাইলে তারা নানান ছলচাতুরি শুরু করে। একপর্যায়ে তারা একই নাম্বারের দুইটি ১০০ টাকার নোট দেখিয়ে বলে, টাকশালে একই নাম্বারের দুইটি করে যেকোনো অংকের টাকার নোট তাদের জন্য ছাপিয়ে দেওয়া হয়। তাদের এসব কর্মকান্ড দেখে মোহনের সন্দেহ হয় এবং তাদের কাছ থেকে পাওনা টাকা ফেরত চায়। কিন্তু তারা পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তখন উপরোক্ত আসামীদের প্রতারণার ব্যাপারটি বুঝতে পেরে মোহন কৌশলে পুলিশকে জানায়।তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনকে আটক করে এবং একই নাম্বারের দুইটি ১০০ টাকার নোট সহ সর্বমোট ১৬ হাজার ২০০ টাকা উদ্ধার করে। উপস্থিত জিজ্ঞাসাবাদে মামলার ৫ নং আসামি মেহেদী হাসান মিঠু মাই স্টাইল বিডি লিমিটেড এর মালিক বলে জানান গ্রেফতারকৃতরা।

এ ব্যাপারে বাড্ডা থানার ওসি জানান, প্রতারণার ও টাকা আত্মসাতের ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। মেহেদী হাসান মিঠু মাই স্টাইল বিডি লিমিটেড ছাড়াও একাধিক নামের নেটওয়ার্ক মার্কেটিং(এমএলএম) ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
 

এই বিভাগের আরো খবর