মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৮

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব অভিযান চালিয়ে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া রেইলি নিজ নামে ৭টি ফেসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগ ভিত্তিক ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালান। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে তার কাছ থেকে।

No description available.

গ্রেফতারকৃত আসামি এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এমন উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

এই বিভাগের আরো খবর