মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০০

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আটক করা হয়েছে এক জনকে।

রোববার (২৫ অক্টোবর) রাতে বই কিনে স্ত্রী নিয়ে বাড়ি ফেরার সময় সাংসদ স্টিকারযুক্ত একটি গাড়ি কলাবাগান এলাকায় নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। পরে তিনি মোটরসাইকেল থেকে নেমে নিজের পরিচয় দেন। এরপর কয়েকজন ওই গাড়ি থেকে নেমে তাকে মারধর করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর