বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

নতুন বই পেয়ে খুশি তাসনিম

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

সবার হাতেই নতুন বই। কেউ ইংরেজি, কেউ বাংলা বই নিয়ে বসেছে। আবার কেউ বসেছে অংক বই নিয়ে। একজন বই পড়ছে, আরেকজন আবার বইয়ের পাতা উল্টিয়ে-পাল্টিয়ে দেখছে ছবি। তাদের সমস্ত মনযোগ নতুন বই ঘিরে। যেন একদিনেই পুরো বই পড়ে ফেলার ইচ্ছা!তাদের সবার মধ্যে ছোট্ট হচ্ছে তাসনিম।

আজ সকালেই নতুন বই পেয়েছে। তাই সকালেই বাংলা বই নিয়ে বসে গেছে অন্যদের সঙ্গে। খুব মনোযোগ নিয়ে গল্প পড়ছিল সে। তাসনিম রাজধানী পুরান ঢাকা আরমানিটোলা নিউ গভর্ণমেন্ট গার্লস হাই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।আজ বছরের প্রথম দিনেই স্কুলে গিয়ে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত সে।

বইয়ের পাতায় নতুন স্বপ্ন দেখছে সে।পুরনো বই শেষ করে নতুন বই পড়ার মজাই তার কাছে আলাদা। তার মন চাইছে আজই যেন পুরোপুরি শেষ করে ফেলি।কিন্তু তা কী আর পারা যায়? তাই বইয়ের প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিচ্ছে তাসনিম। বইয়ের পাতায় থাকা নানা রকমের ছবি তাকে টানছে। তাই আজ যে ছবি তার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ছবির গল্পটি আগে পড়তে চায় তাসনিম।

এই বিভাগের আরো খবর