শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৬

আতিকডিএনসিসিতে খাস জমি থাকলেই পার্ক ও খেলার মাঠ করা হবে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) যেসব ওয়ার্ডে খাস জমি রয়েছে সেখানেই পার্ক এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ২৪টি মাঠ এবং পার্কের উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে ১০টি মাঠ আন্তর্জাতিক মানের তৈরি করা হচ্ছে। এসব মাঠে বৃষ্টির পানি জমবে না। মাঠের ভেতর ব্যায়ামাগারসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

তিনি আরও বলেন, এই ১০টি মাঠ আধুনিকায়ন করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। এসব মাঠে রক্ষণাবেক্ষণ করবেন তারা। তবে সংশ্লিষ্ট এলাকার পথশিশু ও মহল্লায় লোকজন যাতে খেলতে পারে তা নিশ্চিত করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, মোহাম্মদপুরে মোট আটটি পার্ক করা হচ্ছে। অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর তাদের এলাকায় পার্ক এবং মাঠ করার দাবি জানিয়েছেন। তাদের বলা হয়েছে, যেখানে খাস জমি আছে সেগুলোর তালিকা সিটি করপোরেশনকে দেয়ার জন্য। এই তালিকা পেলে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে মাঠ এবং পার্ক করে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর