মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর বিজয়নগরে হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁকে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ থেকে অপারেশনের পর এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়েছে। তাঁর চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিক্যাল টিম আজ শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে হাদির শারীরিক অবস্থার ১১টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এই বিবৃতি দেন, যেখানে হাদির বর্তমান পরিস্থিতিকে 'অত্যন্ত আশঙ্কাজনক' বলে উল্লেখ করা হয়েছে।

 

 

মেডিক্যাল টিমের দেওয়া তথ্য অনুযায়ী, ওসমান হাদির ব্রেন ইনজুরি গুরুতর এবং তাঁর শারীরিক পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। অপারেশনের পর এখন কনজার্ভেটিভভাবেই ম্যানেজ করা হচ্ছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সাপোর্ট চালিয়ে যেতে হবে। অবস্থা একটু স্থিতিশীল হলে মস্তিষ্কের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে ফুসফুসে ইনজুরি রয়েছে এবং সংক্রমণের (ARDS) ঝুঁকি এড়াতে সতর্ক থাকতে হবে। তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে ।কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, যা ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে।ব্রেন স্টেমে ইনজুরির কারণে রক্তচাপ ও হার্টবিট ওঠানামা করছে। যদি হার্ট রেট কমে যায়, তবে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য বিশেষ টিম প্রস্তুত রয়েছে। শরীরে রক্ত জমাট বাঁধা (DIC) এবং রক্তক্ষরণ হওয়ার অসামঞ্জস্যতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে রক্ত এবং এর উপাদান দেওয়া হচ্ছে।

 

মেডিক্যাল বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারসহ সব বিভাগকে তাদের 'হিরোইক কাজের' জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

 

বিবৃতির শেষে মেডিক্যাল টিম ও রোগীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, রোগীর চিকিৎসায় নিয়োজিত বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে অনুরোধ করা হয়েছে। হাসপাতালে অযথা ভিড় না করার এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে।

 

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হোক, এই কামনা এখন সবার। বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গেই তাঁর চিকিৎসা চলছে।

এই বিভাগের আরো খবর