মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩১

স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১৪ বছর পর স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  


রোববার (১৭ এপ্রিল) দুপুরে অভয়নগর থানায় সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

আসামি মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার জানান, ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে নিজ ঘরে স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন আব্দুল্লাহ। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদী হয়ে জামাই আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

jagonews24

হত্যাকাণ্ডের পর আসামি আব্দুল্লাহ পলাতক ছিলেন। ২০১৯ সালে আসামির মৃত্যুদণ্ডের রায় দেন যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১। এরপর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।


এসময় যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায়, এসআই শাহ আলম ও যশোর সাইবার ক্রাইমের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন উপস্থিত ছিলেন

এই বিভাগের আরো খবর