মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত জমকালো ‘এয়ার শো’ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে। সকাল পৌনে ১০টা থেকেই বিমানবন্দর এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা যেন বিজয়ের উৎসবকে আরও রঙিন করে তুলেছে।

 

 

সরেজমিনে দেখা যায়, আগারগাঁও সংলগ্ন পুরাতন বিমানবন্দরের প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। নিরাপত্তা তল্লাশির পর আগ্রহীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। হাজারো মানুষ এরই মধ্যে বিমানবন্দর চত্বরে প্রবেশ করে ঐতিহাসিক এই আয়োজনের সাক্ষী হচ্ছেন। দর্শকদের অনেকের হাতেই উড়ছে প্রিয় জাতীয় পতাকা। কেউ কপালে পতাকার আদলে ফিতা বেঁধে এসেছেন, আবার অনেকে বিজয় দিবসের লেখা সংবলিত কিংবা লাল-সবুজের রঙে সাজানো পোশাক পরে উপস্থিত হয়েছেন।  এই আয়োজন ঘিরে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

 

গতকাল প্রকাশিত এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজয়ের এই দিনে আকাশপথে দেশ ও জাতির সামরিক শক্তি এবং গৌরবময় প্রদর্শনী দেখতে পেরে সাধারণ মানুষ উচ্ছ্বসিত।

এই বিভাগের আরো খবর