বুধবার   ১৫ মে ২০২৪   বৈশাখ ৩১ ১৪৩১   ০৭ জ্বিলকদ ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
২২১৬

লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

কুমিল্লার লাকসাম পৌরসভার মেয়র মো: আবুল খায়েরের বিরুদ্ধে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে সরকারিভাবে টয়লেট নির্মাণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলা সূত্রে জানা যায় প্রায় দুই দশক পূর্বে একই স্থানে পৌরসভার উদ্যোগে একটি টয়লেট নির্মাণ করলে লাকসাম রাজঘাট এলাকার জনৈক কাদের মিয়া সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের পক্ষ থেকে রায় পায়। কিন্তু দীর্ঘদিন পৌরসভা কর্তৃপক্ষ জরাজীর্ণ পুরাতন টয়লেট সরিয়ে নেয়ার কথা থাকলেও সেটি অপসারণ না করে পুনরায় জরাজীর্ণ টয়লেটি ভেঙ্গে একই স্থানে  আদালতের রায় অবজ্ঞা করে টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে মালিকপক্ষ কুমিল্লার বিজ্ঞ আদালতে আবুল খায়েরের ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিমালিকানা সম্পত্তিতে জবরদখল করে সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মেয়র আবুল খায়েরকে এক সাপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। মেয়র আবুল খায়ের আদালতের নোটিশের জবাব না দিয়ে কালক্ষেপণ করে পূর্ণোদ্যমে নির্মাণ কাজ চালিয়ে জায়গাটি দখলের জোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ রয়েছে বছর কয়েক পূর্বে  মেয়র আবুল খায়েরের ইন্ধনে লাকসামের কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙ্গে তদস্থলে মার্কেট নির্মাণের উদ্যোগ এর বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন দক্ষিণ কুমিল্লার জনগণ। তৎকালীন মাননীয়  প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের হস্তক্ষেপে জেলা প্রশাসক অজ্ঞাত পরিচয় নামধারীদের বিরুদ্ধে শহীদ মিনার ভাঙ্গার অভিযোগ মামলা দায়ের করতে নির্দেশ দেন।

এই বিভাগের আরো খবর