সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

ছবি: সংগ্রহীত 

 

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ডে পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫,২৯.৬২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ১.০২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,২৯.৭০ ডলারে দাঁড়িয়েছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, “পূর্বাভাস অনুযায়ী স্বর্ণের দাম প্রতি আউন্স ৬,৪০০ ডলার পর্যন্ত যেতে পারে। এ সময়ে স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে প্রায় ৫,৩৭৫ ডলার।”

 

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান জানান, “স্বর্ণের দামে আরও ঊর্ধ্বগতি দেখার সম্ভাবনা রয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় ৫,৫০০ ডলারে পৌঁছাতে পারে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে গেলে মাঝেমধ্যে দামে কিছুটা পতন আসতে পারে। তবু এটি দীর্ঘস্থায়ী হবে না। বরং প্রতিবারই শক্তিশালী ক্রয় আগ্রহের কারণে দাম আবার দ্রুত ঘুরে দাঁড়াবে।”

 

বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে বাড়তে থাকা টানাপড়েন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তার কারণে উদ্ভূত। এছাড়া মার্কিন মুদ্রানীতি শিথিল হওয়ার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রেকর্ড বিনিয়োগও দাম বাড়ায় ভূমিকা রাখছে।

 

একই সময়ে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ওঠানামা দেখা গেছে। স্পট রুপার দাম ১.৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৪.৮৫ ডলারে পৌঁছেছে। স্পট প্লাটিনামের দাম শূন্য ০.২১ শতাংশ কমে প্রতি আউন্স ২,৭৬২.২৫ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ২,১৪.৫০ ডলারে পৌঁছেছে।

 

রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশ। এর পেছনে রয়েছে বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বৃদ্ধি পাওয়া আগ্রহ এবং চীনের দীর্ঘমেয়াদি স্বর্ণ ক্রয়।

এই বিভাগের আরো খবর