সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নাজমুল হুদা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন শীর্ষ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন—সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম।

 

রায়ে ট্রাইব্যুনাল এই তিন আসামির স্থাবর-অস্থাবর সম্পদ জব্দেরও নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর এবং শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল পর্যায়ের তিন আসামি—মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জনসহ মোট চারজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

 

জুলাই বিপ্লবের ঘটনায় এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়। এর আগে প্রথম রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চানখাঁরপুলের এই মামলায় শহীদ শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসের বাবাসহ মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায়ের মাধ্যমে শহীদ পরিবারগুলো ন্যায়বিচার পেল বলে আদালত প্রাঙ্গণে উপস্থিত ভুক্তভোগীরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরো খবর