সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

নাজমুল হুদা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও যোদ্ধাদের জন্য বড় ধরনের আইনি সুরক্ষা নিশ্চিত করল অন্তর্বর্তী সরকার। জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যারা সম্মুখভাগে ছিলেন, তাঁদের সব ধরনের ফৌজদারি দায়মুক্তি দিয়ে একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে এই অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো।

 

এই অধ্যাদেশে স্পষ্ট করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার সর্বাত্মক গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত কোনো রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। এটি মূলত জুলাই যোদ্ধাদের নির্ভয়ে গণতান্ত্রিক সংস্কারে অংশ নেওয়ার পরিবেশ নিশ্চিত করতে এবং পূর্ববর্তী সরকারের হয়রানিমূলক মামলার হাত থেকে রক্ষা করতে জারি করা হয়েছে। এর মাধ্যমে জুলাই বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব ও যোদ্ধাদের আত্মত্যাগকে আইনি স্বীকৃতি প্রদান করল রাষ্ট্র।

 

এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দায়মুক্তি অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়েছিল। সে সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব। এই অধ্যাদেশ জারির ফলে এখন থেকে বিপ্লবের সময়কার কোনো কর্মকাণ্ডকে কেন্দ্র করে কাউকে হয়রানি বা গ্রেফতার করার পথ আইনত বন্ধ হয়ে গেল। এটি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক রূপান্তরের পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর