বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬   মাঘ ৯ ১৪৩২   ০৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৯

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬  

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ধাপে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

 

নির্বাচন সামনে থাকায় সরকারি প্রশাসনের ব্যস্ততা বেড়ে গেছে। এর ফলে নির্বাচনের আগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে প্রার্থীদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, “আলোচনা সাপেক্ষে মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”

 

জানা গেছে, মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসকরা ব্যস্ত সময় পার করছেন। ফলে নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান বলেন, “মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

 

উল্লেখ্য, বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরো খবর