রোববার   ১৮ জানুয়ারি ২০২৬   মাঘ ৫ ১৪৩২   ২৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬  

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

 

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। এছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

 

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এই সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।”

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর