বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ফেব্রুয়ারিতে দুই দফায় ছয় দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে দীর্ঘ অবকাশের সুখবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিনের সরকারি ছুটি উপভোগের সুযোগ রয়েছে।

 

প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। সম্ভাব্য তারিখ অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি (বুধবার০) শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত পালন হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসের শুরুতেই টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

 

এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি কর্মচারীরা আবারও টানা তিন দিনের বিশ্রাম পাবেন।

এই বিভাগের আরো খবর