বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদে একটি দায়মুক্তি আইন অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, আন্দোলনে অংশ নেওয়ার কারণে যেন কেউ আইনি হয়রানির শিকার না হন- সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক ও আইনি ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, “জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে। নতুন করে মামলা করা হবে না।”

 

এ সময় তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর