বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করলো যুক্তরাষ্ট্র

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর যুক্তরাষ্ট্র দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে আনুষ্ঠানিকভাবে তেল বিক্রি শুরু করেছে। প্রথম চালানের তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে।

 

মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ভোরে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্রে বিচার হবে।

 

মাদুরো দম্পতিকে আটক করার তিন দিন পর, ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে আনা হবে। প্রথম চালানের তেল ইতোমধ্যেই বিক্রি হয়ে প্রায় ৫০ কোটি ডলার আয় করেছে।

 

৯ জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে কমপক্ষে ১০০ ডলারের বিনিয়োগ আসতে পারে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তা এ প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেননি। অ্যাক্সন মোবিলের সিইও ড্যারেন উডস বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ সম্ভব নয়। আইনগত ও বাণিজ্যিক কাঠামো না থাকায় রিটার্ন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন।”

 

বিশ্বের তেল মজুতের প্রায় এক পঞ্চমাংশই রয়েছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। দেশটির তেলক্ষেত্রে মোট ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। তবে দৈনিক উৎপাদন তুলনামূলকভাবে কম, প্রতিদিন মাত্র ১০ লাখ ব্যারেল তেল। আন্তর্জাতিক বাজারে সরবরাহিত অপরিশোধিত তেলের মাত্র ০.৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

 

বিশেষ করে ভেনেজুয়েলার তেল ভারী ও ঘন প্রকৃতির, যা উত্তোলন ও পরিশোধনে উন্নত প্রযুক্তি ও সতর্কতা প্রয়োজন। তবে এর মাধ্যমে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট ও শিল্পজ্বালানি উৎপাদন করা সম্ভব।

এই বিভাগের আরো খবর