বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

সাকিব হত্যার বিচারে ফার্মগেট-এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

সাকিবুল হাসান রানার হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট-খামারবাড়ি অভিমুখী অংশ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে তারা ফার্মগেট মোড়েও অবস্থান নেন, ফলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তারা।

 

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত সাকিবুল হাসান রানাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর