সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

ইরানে সহিংস দাঙ্গায় নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

ইরানে সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর হতাহত হওয়ার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।

বার্তাসংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, “নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।”

 

সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। শোকপূর্ন এই কর্মসূচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে পালন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি জাতি প্রত্যক্ষ করেছে, কীভাবে দায়ীদের বর্বর সহিংসতা, যা দায়েশের (আইএসআইএল/আইএস) কর্মকাণ্ডের মতো, সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো হয়েছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন। সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে এবং যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার কথাও তুলে ধরেছে।

 

একই সঙ্গে ইরান সরকার দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এসব হামলায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রাস্তাঘাট অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে তারা। 

এই বিভাগের আরো খবর