রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য তারা প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে যাওয়া থেকে বিরত থাকায় পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে।

 

পিসিবির সূত্র জানিয়েছে, যদি শ্রীলঙ্কায় ভেন্যু ব্যবস্থাপনা সম্ভব না হয়, বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের জন্য তারা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জানিয়েছে। এছাড়া পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

 

পিসিবি আরও জানায়, তারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচও সুষ্ঠুভাবে আয়োজন করতে সক্ষম তারা।

 

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছিল।

এই বিভাগের আরো খবর