সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

ডিএক্সএন ব্যবসায়ে সফলতার পাঁচ চাবিকাঠি জানালেন মামুন ভূঁইয়া

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

DXN ব্যবসায় সফলতা কোনো হঠাৎ ঘটনা নয়; এটি বিশ্বাস, ধারাবাহিক পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার ফল। এ বিষয়ে DXN Star Ruby-এর টিম লিডার মোঃ মামুন ভূঁইয়া বলেন, এই ব্যবসায়ে সফল হতে হলে প্রথমেই কয়েকটি বিষয়ের ওপর শতভাগ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, কোম্পানি, প্রোডাক্ট, মার্কেটিং সিস্টেম, নিজের আপলাইন ও টিম এবং সর্বোপরি নিজের ওপর পূর্ণ বিশ্বাসই একজন ডিস্ট্রিবিউটরকে সফলতার পথে এগিয়ে নেয়। এই বিশ্বাসের সঙ্গে প্রতিদিনের কাজ প্রতিদিন সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই ইনশা আল্লাহ সফলতা আসবেই।

 

DXN-এ জয়েন করার পর একজন সদস্যের প্রধান দায়িত্ব হলো আগে নিজেকে প্রস্তুত করা। মামুন জানান, ব্যবসা শুরু করার আগেই DXN-এর কার্যক্রম ভালোভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখার এই প্রক্রিয়াটি বিভিন্ন মাধ্যমে হতে পারে–ইউটিউব ভিডিও, জুম বা গুগল মিটিং, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যাঁর মাধ্যমে জয়েন করা হয়েছে, তাঁর কাছ থেকে সরাসরি প্রোডাক্ট ও বিজনেস নলেজ গ্রহণ করা। পাশাপাশি কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টের গুণাগুণ এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করাও জরুরি।

 

তিনি আরও বলেন, শেখার পরের ধাপ হলো নিজে DXN-এর প্রোডাক্ট ব্যবহার করা। প্রতিদিনের জীবনে যেসব পণ্য ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রে কোম্পানি পরিবর্তন করে DXN-এর পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নিজে ব্যবহার না করলে প্রোডাক্টের বাস্তব উপকারিতা বোঝা সম্ভব নয়, আর বোঝা না গেলে অন্যকে বোঝানোও কঠিন হয়ে পড়ে।

 

DXN ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিজ্ঞতা শেয়ার করা। নিজের ব্যবহার করা প্রোডাক্টের উপকারিতা ও ব্যবসার সম্ভাবনা সম্পর্কে পরিচিত বন্ধু, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়াই এই কাজের মূল চাবিকাঠি। এভাবেই ধীরে ধীরে আগ্রহী মানুষ তৈরি হয় এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে।

 

সবশেষে মামুন উল্লেখ করেন, DXN ব্যবসার সাফল্য নির্ভর করে টিম বিল্ডিংয়ের ওপর। নিয়মিত শেয়ারিংয়ের মাধ্যমে দেশ–বিদেশে একটি সুসংগঠিত টিম গড়ে তোলাই একজন ডিস্ট্রিবিউটরের দীর্ঘমেয়াদি লক্ষ্য হওয়া উচিত। সঠিক বিশ্বাস, নিয়মিত কাজ এবং টিমওয়ার্কের সমন্বয়েই DXN ব্যবসায় টেকসই সফলতা অর্জন সম্ভব।

এই বিভাগের আরো খবর