রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

বি১ ভিসা শর্তাবলি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬  

যুক্তরাষ্ট্র সরকার বি১ ভিসা বন্ডের শর্তাবলি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মোর্তুজা শনিবার (১০ জানুয়ারি)  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মিনিস্টার গোলাম মোর্তুজার তথ্য অনুযায়ী, ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন, অর্থনীতি ও বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

 

অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি এবং অন্তর্বর্তী সরকারের ব্যবস্থার তথ্য দেন। একই সঙ্গে মার্কিন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বাণিজ্য প্রসঙ্গে খলিলুর রহমান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তিনি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিবেচনার আহ্বান জানান।

 

এ প্রসঙ্গে আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার কমে এলে ভিসা বন্ডের শর্তাবলি পুনর্বিবেচনা করা যেতে পারে। এছাড়া অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

 

রোহিঙ্গা সংকট সম্পর্কেও খলিলুর রহমান যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সর্ববৃহৎ দাতা এবং তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। হুকারও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, রোহিঙ্গারা যত দিন বাংলাদেশে অবস্থান করবে, তত দিন তাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে সহায়তা করতে হবে।

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশে বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়ন এবং সেমিকন্ডাক্টর উন্নয়নে অর্থায়নে প্রবেশাধিকার প্রদানের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। আন্ডার সেক্রেটারি এসব প্রস্তাব যুক্তরাষ্ট্র বিবেচনা করবে বলে আশ্বাস দেন।

 

পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আসন্ন নির্বাচন, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এই বিভাগের আরো খবর