রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন, নিন্দা জানালো রাশিয়া

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র আগ্রাসন’মূলক পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখেছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মস্কো সতর্ক করেছে, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার থেকে বিরত থাকা প্রয়োজন।

 

শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বৈধতা দেওয়ার যে যুক্তি তুলে ধরা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।

 

বিবৃতিতে বলা হয়েছে, “এই কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য যে যুক্তি তুলে ধরা হয়েছে, তা টেকসই নয়। বাস্তবভিত্তিক কূটনৈতিক বাস্তবতার বদলে আদর্শিক বিদ্বেষই এখানে প্রাধান্য পেয়েছে, যা পারস্পরিক আস্থা ও পূর্বানুমেয় সম্পর্ক গড়ে তোলার সদিচ্ছাকে উপেক্ষা করেছে।”

 

রাশিয়া আরও সতর্ক করে জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। একই সঙ্গে মস্কো ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

এই বিভাগের আরো খবর