শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২

৫৮ বছর ইমমাতির পর মসজিদের খতিবকে রাজকীয় সংবর্ধনা

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬  

দীর্ঘ ৫৮ বছর ধারাবাহিকভাবে ও সফলভাবে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন শেষে লাকসাম উপজেলার নাওটি রেলওয়ে জামে মসজিদের খতিব ক্বারী আবু সাঈদ মোঃ ইদ্রিসকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নাওটি রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি, নাওটি প্রবাসী ফোরাম এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নাওটি রেলওয়ে জামে মসজিদের মোতয়াল্লী মাস্টার মোঃ ইয়াছিন খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলিপ দরবার শরীফের পীর মাওলানা শাহ সুফি আবু ছালেহ মোঃ রহুল আমিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ক্বারী আবু সাঈদ মোঃ ইদ্রিস, ঢাকা শ্যামপুর থানা জামায়াতের আমীর মাওলানা আবদুর রব ফারুকী এবং লাকসাম পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ সহিদ উল্যা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম খান বাবলু। ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খান–এর প্রাণবন্ত উপস্থাপনায় আরও বক্তব্য দেন মাওলানা ইব্রাহিম, মাওলানা আবদুল করিম খান, মাওলানা বাহাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এ কে এম সাইফুল্লা হুমায়ুন, সৌদি প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম, ব্যবসায়ী অহিদুর রহমান, বিএনপি নেতা এনায়েত উল্যা প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মজিবুল হক, আজগরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ঝিকু, ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান খান পলাশ, সৌদি প্রবাসী জুলফিকার আলী ভুট্টো, মসজিদ কমিটির সদস্য ইব্রাহিম খান ও মাহবুব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে খতিব ক্বারী আবু সাঈদ মোঃ ইদ্রিসকে নগদ দুই লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে ফুলের মালা পরিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে লাকসাম উপজেলার আশকামতা গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি রাস্তার দুই পাশের উৎসুক জনতার দৃষ্টি কাড়ে।

এই বিভাগের আরো খবর