রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

মার্কিন হামলার অভিযোগের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

ভেনেজুয়েলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ তুলে ঘটনাটিকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার। শনিবার (৩ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে ভেনেজুয়েলা সরকারের প্রকাশিত বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয়।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে । এসব হামলাকে যুক্তরাষ্ট্রের পূর্বপরিকল্পিত সামরিক অভিযান বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কারাকাস প্রশাসন।

 

বিবৃতিতে আরও দাবি করা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার।

 

উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাদুরো। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

 

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার অভ্যন্তরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে সামরিক লক্ষ্যবস্তুও ছিল।

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি হোয়াইট হাউসের ওপর ন্যস্ত করেছে বলে জানিয়েছে সিবিএস।

 

এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও গভীর হয়েছে। এখন পর্যন্ত হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

এই বিভাগের আরো খবর