সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

আইনি ভিত্তি খতিয়ে দেখে আইপিএল সম্প্রচারের সিদ্ধান্ত নিবে সরকার

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬  

রাজনৈতিক চাপের মুখে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার অভিযোগ ওঠার পর বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হবে কি না, সে বিষয়ে সরকার আইনগত দিক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, “বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী ধরনের আইনি ভিত্তি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

 

তিনি আরও বলেন, “কোন যুক্তিতে মোস্তাফিজকে খেলতে মানা করা হচ্ছে, সেটাই মূল প্রশ্ন। খেলার পারফরম্যান্স বা টেকনিক্যাল কোনো কারণে হলে সেটি আলাদা বিষয় হতো। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সে কারণেই আমাদের প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।”

 

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

তবে উপদেষ্টা স্পষ্ট করে জানান, এই ইস্যুর কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।

এই বিভাগের আরো খবর