রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

মাদুরো আটক

ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নয়: মার্কো রুবিও

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচার ব্যবস্থার মুখোমুখি করানো হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, 'মাদুরোকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।'

 

শনিবার (৩ জানুয়ারি) রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর এই তথ্য নিশ্চিত করেন মার্কিন সিনেটর মাইক লি। তিনি বলেন, ‘মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’ 

 

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিনেটর লি বলেন, 'আমি অধীর আগ্রহে এটা জানতে অপেক্ষা করছি যে, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না নেওয়া, সাংবিধানিকভাবে এই পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে কিনা।'

 

এর আগে, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই সময় শহরের মানুষ আতঙ্কে রাস্তায় বের হয়। সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ বলেন, 'একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আমার জানালার কাঁচ কাঁপছিল।'

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাকাসে বিকট শব্দের সঙ্গে যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। শহরের দক্ষিণ অংশের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়।

 

একটি ভিডিওতে দেখা যায়, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠে আসে। অন্য স্থানে আলোর ঝলকানি সঙ্গে সঙ্গে বিকট শব্দ শোনা যায়।

 

সিবিএস নিউজ জানায়, কারাকাসে বিস্ফোরণের খবর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন।

 

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এই বিভাগের আরো খবর