সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

বিটিআরসি ভবনে হামলার বিচার হবে: ফয়েজ তৈয়্যব

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬  

মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হলেও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

 

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিটিআরসি ভবনে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।

 

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে শুল্কহার কমানো হয়েছে। কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মোবাইল ব্যবসায়ীরা কার্যত অপরাধের লাইসেন্স চাইছে, যা সরকার মেনে নেবে না।

 

এদিন ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন করেন ফয়েজ আহমদ তৈয়্যব। পরিদর্শনকালে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরের ফলে সংস্থাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর