রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে জামিন করানো হয়েছিল খুনের জন্যই

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তাঁর দাবি, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করার লক্ষ্যেই অভিযুক্ত ফয়সালকে জামিনে বের করে আনা হয়েছিল। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন এবং এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

 

 

ফাতিমা তাসনিম জুমা তাঁর পোস্টে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে সরাসরি আঙুল তুলেছেন। তিনি জানতে চান- "ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল?"- কোন জজ এই রায় দিয়েছিলেন এবং কোন আইনজীবী এই জামিন করিয়েছেন—তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।- গ্রেফতারকৃত কবিরের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ঘটনার দিন কবির ও ফয়সাল একসাথেই ছিল। তবুও কেন মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে?

 

জুমা আহ্বান জানান যে, অনুসন্ধানী সাংবাদিকরা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করেন, তবে এই হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচিত হবে।

 

 

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আগামী ২২ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে তারা বর্তমান সরকার পতনের একদফা আন্দোলন শুরু করবে।

 

এই বিভাগের আরো খবর