সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন নেতানিয়াহু

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬  

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

 

৩ জানুয়ারি ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ছিল “স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব”।

তিনি আরও বলেন, অভিযানে ট্রাম্পের “দৃঢ় সংকল্প এবং তার সাহসী সেনাদের অসাধারণ কার্যক্রম” স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়।

 

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে একাধিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু পরস্পরের প্রতি প্রকাশ্যে প্রশংসা বিনিময় করেন। সে সময় নেতানিয়াহু ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের “এ পর্যন্ত সবচেয়ে ভালো বন্ধু” হিসেবে উল্লেখ করেন এবং দুই নেতার সম্পর্ককে “তুলনাহীন” বলে বর্ণনা করেন।

 

মার-এ-লাগোতে অনুষ্ঠিত এক বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েল প্রাইজ প্রদান করেন, যা দেশটির সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান। এটি প্রথমবারের মতো কোনো অ-ইসরায়েলি নাগরিককে দেওয়া হয়।

 

জবাবে ট্রাম্প নেতানিয়াহুকে “যুদ্ধকালীন প্রধানমন্ত্রী” হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি কঠিন সময়েও ইসরায়েলকে নেতৃত্ব দিয়ে একটি “অসাধারণ কাজ” করেছেন।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই দৃশ্যমান। গাজা, ইরান ও সিরিয়া ইস্যুসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

 

তবে এক বক্তব্যে ট্রাম্প স্বীকার করেন, নেতানিয়াহু “কখনো কখনো খুব কঠিন” হতে পারেন। এরপরও দুই নেতার সম্পর্ক প্রকাশ্যে সহযোগিতামূলক ও ঐক্যবদ্ধ বলেই উঠে এসেছে।

এই বিভাগের আরো খবর