রোববার   ০৪ জানুয়ারি ২০২৬   পৌষ ২১ ১৪৩২   ১৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

মনোনয়নপত্র বাতিল: ইসিতে আপিল করছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম

নাজমুল হুদা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬  

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর জমা দেওয়া বাধ্যতামূলক। ঢাকা-৯ আসনের জন্য প্রয়োজনীয় ৪ হাজার ৩০০ স্বাক্ষরের বিপরীতে তাসনিম জারা প্রায় ৫ হাজার স্বাক্ষর জমা দিয়েছিলেন। জটিলতার উৎস: রিটার্নিং কর্মকর্তা দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করেন। এর মধ্যে:

 

  • ৮ জন: ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে সঠিক পাওয়া গেছে।

  • ২ জন: ভোটার তালিকায় এই আসনের ভোটার নন বলে প্রমাণিত হয়েছে।

 

এই দুই জনের মধ্যে একজনের ঠিকানা নির্বাচন কমিশনের ডেটাবেজে শরীয়তপুর এবং অন্যজনের ঢাকা-১১ আসনে পাওয়া গেছে। যদিও তাসনিম জারার দাবি, ওই দুই ভোটারের জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের ঠিকানাই উল্লেখ ছিল এবং তারা জানতেন না যে তাদের ভোটার এলাকা পরিবর্তিত হয়েছে।

 

 

মনোনয়নপত্র বাতিলের পর এক ভিডিও বার্তায় তাসনিম জারা জানান, তিনি ন্যায়বিচারের জন্য আগামী সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করবেন। তিনি বলেন:

 

“যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের জানার কোনো উপায় ছিল না যে তাঁরা অন্য আসনের ভোটার। কারণ তাঁদের এনআইডি কার্ডে ঢাকা-৯ আসনের ঠিকানাই ছিল। এই বিভ্রান্তির দায় প্রার্থীর ওপর চাপানো অন্যায্য।”

 

তার স্বামী ও এনসিপির সাবেক নীতিনির্ধারক খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ তারা এরই মধ্যে শুরু করেছেন।

 

 

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর আদর্শিক দ্বিমত পোষণ করে দল থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন এবং মাত্র দেড় দিনে ৫ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে চমক সৃষ্টি করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্রী তাঁর নির্বাচনী ব্যয়ের জন্য জনগণের কাছ থেকে প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন বলেও এর আগে জানিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর