মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

দুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলাকে ‘আমাদের এলাকা’ দাবি ট্রাম্পের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬  

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার পর দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘এলাকা’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও জাতি গঠন (নেশন বিল্ডিং) নিয়ে তার আগের বক্তব্যের প্রসঙ্গ উঠলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী, ‘এটা আমাদের এলাকা।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়-এটাই আমাদের কাজ, আর যেখানে তেল আছে, সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়।’

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ‘ফিরিয়ে আনতে’ হবে। একইসঙ্গে দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, ‘অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে।’

 

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও, ভেনেজুয়েলানসহ, যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’

 

আলাপকালে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা যদি দেশটিকে ‘সুসংগঠিত’ করার প্রচেষ্টায় সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার সামরিক হামলা চালাতে পারে।

 

এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। একইসঙ্গে মাদুরোর ছেলে নিকোলাস গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার নথিতে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরাকে ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর